Wellcome to National Portal
Main Comtent Skiped

মৎস্য সম্পর্কিত যে কোন সেবা প্রাপ্তির জন্য সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ফুলবাড়ীয়া, ময়মনসিংহে যোগাযোগ করুন


Title
মা ইলিশ সংরক্ষণ অভিযান-2024
Details

মা ইলিশ সংরক্ষণ অভিযান-2024

আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 2024 সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিন্ধ থাকবে। এ সময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিন্ধ এবং দন্ডনীয় অপরাধ এ আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ ৫০০০/-(পাচঁ হাজার) টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।

Images
Attachments
Publish Date
12/10/2024
Archieve Date
12/10/2025