Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

০১ নভেম্বর হতে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সারাদেশে জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারী কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। প্রচারেঃ মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।


জীবন বৃত্তান্ত

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ-এর জীবন বৃত্তান্ত

মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার 

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।


মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, ১০ জুলাই ২০১৮ খ্রি. তারিখে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিসেনে ফুলবাড়ীয়া যোগদান করেন। এ কর্মস্থলে দায়িত্ব পালনের পূর্বে তিনি একই পদে চাদঁপুর জেলার হাইমচর উপজেলা এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি ২৫ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২১ আগস্ট, ২০০৬ খ্রি. তারিখে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় উপজেলা মৎস্য অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে একই পদে টাঙ্গাইল জেলার কালিহাতী, ঘাটাইল এবং গোপালপুরে দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে ঝাওয়াইল মহারাণী হেমন্তকুমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং গোপালপুর কলেজ হতে ১৯৯৩ সালে এইস. এস. সি পাশ করে ১৯৯৪-১৯৯৫ সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বি. এস সি ফিশারিজ (অনার্স) এ ভর্তি হয়ে ১৯৯৮ সালে (পরীক্ষা-২০০১) অনার্স এবং ২০০২ সালে এম. এস ইন একোয়াকালচার মাস্টার্স সম্পন্ন করেন। ব্যাক্তিগত জীবনে এক কন্যা এবং পুত্র সন্তানের জনক।